সারাদেশে বিনামুল্যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আয়ের প্রশিক্ষণ - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Sunday, April 12, 2020

সারাদেশে বিনামুল্যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং আয়ের প্রশিক্ষণ



দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ -তরুণীদের জন্য আরেকটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন অনেক প্রতিষ্ঠান । এই উদ্যোগের আওতায় যেকেউ দেশের যেকোন প্রান্তে ঘরে বসেই ঢাকার স্বনামধন্য ও অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে অনলাইনে বিনামুল্যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ শেখার সুযোগ পাবেন।


স্বনামধন্য প্রতিষ্ঠানে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা মুল্যের কোর্সগুলো 

ঘুরে আসুন : টাকা কিভাবে খরচ করতে হবে তার হিসেব রাখে না, তাই অতিরিক্ত নগদ অর্থ রাখবেন না

বিনামুল্যে ৩ থেকে ৫ মাস ব্যাপী শেখানো হবে।
 প্রশিক্ষণের পর কিভাবে অনলাইনে উক্ত কাজ করে টাকা উপার্জন করবেনতার উপর বিস্তারিত হাতে কলমে শেখানো হবে। সারাদেশ থেকে মোট আবেদনকারীদের মধ্য থেকে  ১০০০ জন শিক্ষার্থীকে 

য়েব ডিজাইনওয়েব ডেভেলপমেন্টপ্রোগ্রামিংএনিমেশনগ্রাফিক্স ডিজাইনঅ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টভিডিও এডিটিংডাটা এন্ট্রিএফিলিয়েট মার্কেটিংসার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনইউটিউব থেকে আয়ব্লগ থেকে আয়সহ ইন্টারনেট থেকে আয়ের জন্য বিশ্বস্ত ও জনপ্রিয় ৩০টি কোর্সের যে কোনটিতে বিনামুল্যে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।



কোর্সে অংশ নিতে আবেদনকারীকে কম্পিউটার বেসিকবাংলাইংরেজি মিলে সর্বমোট ৬০ নাম্বারের একটি অনলাইন এমসিকিউ (MCQ) পরীক্ষায় অংশ নিতে হবে। ( সময় ৯০ মিনিট)। উক্ত পরীক্ষায় যারা ৪০ এর উপরে যারা মার্ক পাবেনকেবল তারাই কোর্স করার আবেদন করতে পারবেন। 

 আবেদনের পর আবেদনকারীদের ইমেইলে ক্লাসে অংশ নেওয়ার পদ্ধতি (ভিডিওসহ)ব্যাচ নংসময়তারিখপ্রয়োজনীয় সফ্টওয়্যার ও ডাটা পাঠিয়ে দেওয়া হবে।

অন্যতম প্রতিষ্ঠানের মধ্যে আছেন, BITM, udemi, ই শিখন, IDB-BISEW ।



ঘুরে আসুন : ১৩টি সহজ উপায়ে ফুটিয়ে তুলুন নিজের ব্যক্তিত্ব

শুধু প্রত্যকের আলাদা কিছু criteria থাকে ,

দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ -তরুণীদের জন্য আরেকটি যুগোপযোগী উদ্যোগ আমাদের #Nadim_science_Lab থেকে গ্রহণ করেছি । এই উদ্যোগের আওতায় যেকেউ দেশের যেকোন প্রান্তে ঘরে বসেই ঢাকার  প্রশিক্ষকদের কাছ থেকে অনলাইনে বিনামুল্যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ শেখার সুযোগ পাবেন।আমরা আগে অফলাইনে ট্রেনিং করিয়েছি, এখন সবার আগ্রহের জন্য এবং মানুষের সার্থে অনলাইনে ট্রেনিং এর ওয়েবসাইট এ বিষয়ভিত্তিক উদ্যোগ নেওয়া।


ঘুরে আসুন : সফলতাই সবচেয়ে বড় প্রতিশোধ!


আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক গ্রুপ - এ জয়েন করার জন্য অনুরোধ করছি এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

স্কিলস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ
https://www.facebook.com/groups/BDskillsdevelopment/

আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখতে নাদিম_সায়েন্স_ল্যাব .
আর সম্ভব হলে আমাদের ইউটিউবের চ্যানেলে সাবসক্রাইব করবেন প্লিজ নাদিম_সায়েন্স_ল্যাব

No comments:

Post a Comment