ওয়াক্স পেপারের ব্যতিক্রমী ব্যবহার - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Saturday, May 2, 2020

ওয়াক্স পেপারের ব্যতিক্রমী ব্যবহার


Lifehacks:

ফেইসবুক গ্রুপ : বিজ্ঞানচিন্তা ও প্রযুক্তি জয়েন করুন এখানে ক্লিক করুন


💠


ওভেনে রান্না করতে গেলে ওয়াক্স পেপার দরকার হয়। তবে রান্না ছাড়াও এই কাগজ কী কাজে ব্যবহার করা যায়, তা জেনে নিন:

  => কাঠের বাটির চাকচিক্য ফিরিয়ে আনুনঃ 

  এখন বিভিন্ন দোকানে সালাদের বাটি কিনতে পাওয়া যায় যেগুলো কাঠের তৈরি। এগুলো দৈনিক ব্যবহার করলে আর তেমন সুন্দর থাকে না। বাটি মেজে নিয়ে শুকিয়ে যাওয়ার পরে সেটি ওয়াক্স পেপার দিয়ে মুছে নিলে এর আসল রূপ পুনরায় দেখতে পারবেন।

 => ফ্রিজ সহজে পরিষ্কার রাখুনঃ

  ফ্রিজের ড্রয়ারের ভিতরে ময়লা জমে গেলে তা পরিষ্কার করা আসলেই বেশ ঝামেলাকর কাজ। এই সমস্যা কমাতে হলে ড্রয়ারে শাকসবজি রাখার আগে ভিতরে ওয়াক্স পেপার দিয়ে লাইনিং করে ফেলুন। দেখবেন ড্রয়ারে ময়লা জমবে না।


 => সহজে মশলা কৌটাতে ভরুনঃ

  মশলার গুঁড়া বাসায় বানান বা কিনে নিন, এগুলো ঢালতে গেলে একটি ফানেল নোংরা হয়ে যায়। সেই ফানেল সাফ করার ঝক্কি পোহাতে না চাইলে ওয়াক্স পেপার দিয়ে ফানেল বানিয়ে তা দিয়ে মশলা ঢেলে নিন।


 => পনিরের আয়ু বাড়ানঃ

  পনির ফ্রিজে রাখা হলেও তা গরমকালে বেশি দিন ঠিক থাকে না। এর আয়ু বাড়াতে হলে এটি প্লাস্টিকের প্যাকেট থেকে বের করে নিয়ে প্রথমে ওয়াক্স পেপারে মুড়ে তারপর অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজে রাখুন।

ফেইসবুক গ্রুপ :

ফেইসবুক গ্রুপ : বিজ্ঞানচিন্তা ও প্রযুক্তি জয়েন করুন এখানে ক্লিক করুন


 => দরজা সহজে খুলুনঃ

  ঘরের কোনও দরজা আটকে যায়? দরজার ফাঁকে ওয়াক্স পেপার দিয়ে ভাল করে ঘষে নিন। এতে করে ভবিষ্যতে এই দরজা সহজে আটকে যাবে না।

ফেসবুক পেইজ : নাদিম হাসান
ফেসবুক গ্রুপে জয়েন করুন : ক্লিক করুন 

আপনার লেখা আমাদের সাইটে দিতে:

আপনার লেখা আমাদের সাইটে দিতে, সরাসরি পাঠিয়ে দিন এই ইমেইল এ : safollobd@gmail.com


সাইট থেকে আপনি উপকৃত হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। 

No comments:

Post a Comment