ভদ্র ভাবে কিভাবে কথা বলতে হয় - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Sunday, April 26, 2020

ভদ্র ভাবে কিভাবে কথা বলতে হয়

               ভদ্র ভাবে কিভাবে কথা বলতে হয়




▶️সালাম দিয়ে কথা বলুন।😊


ঘুরে আসুন : টাকা কিভাবে খরচ করতে হবে তার হিসেব রাখে না, তাই অতিরিক্ত নগদ অর্থ রাখবেন না

▶️হাসি মুখে কথা বলুন।😊

▶️প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে, পারিপার্শ্বিক পরিমণ্ডলে কথা বার্তায় আঞ্চলিক ভাষায় কথা বলা ত্যাগ করুন।💥

▶️সম্মান রেখে বা শ্রদ্ধাপূর্ণ কথা বলুন।😊

▶️বিনয় ও মমতাপূর্ণ কথা বলুন। আন্তরিক বিনয় সকল সৎ গুণের উৎস।😊

▶️কৃতজ্ঞতাপূর্ণ কথা বলুন। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে না সে আসলে স্রষ্টার প্রতিও কৃতজ্ঞ নন। তাই প্রথম সুযোগেই অন্যের যেকোনো শুভ সংবাদে অভিনন্দন এবং ধন্যবাদ জানাবেন।😊

▶️ দৈনন্দিন কথায় নেতিবাচক কথা ব্যবহার না করাই ভালো। কারণ নেতিবাচক কথা হতাশা সৃষ্টি করে এবং শূন্যতা তৈরি করে।🙄

 ▶️বিতর্ক করবেন না। এর মানেই আরেক পক্ষকে হেয় করা। হেয় বা অসম্মান করে আসলে কখনও কারো হৃদয়কে জয় করা যায় না। বুদ্ধিমান মানুষ কখনও বিতর্কে লিপ্ত হয় না বরং তারা বুদ্ধিকে ব্যবহার করে বিতর্ক এড়ানোর জন্যে।🙂

ঘুরে আসুন : আয় করার পথে আর নয় বাধা


▶️কোমল ভাবে কথা বলুন। এতে মানুষ আপনার কথায় মনোযোগ দিবে এবং মানবে।💥

▶️বুঝে কথা বলুন, কাকে কী বলছেন। যেন হিতের বিপরীত না হয়।🙄

▶️কোরআনে আছে, তোমরা অনুমান করে কথা বলো না। কারণ অনুমান করে কথা বলা হচ্ছে জঘন্য মিথ্যাচার।💥


ঘুরে আসুন : চাকরী করা অবস্থায় কীভাবে ব্যবসা শুরু করবেন

▶️আমরা কৌতূহলী হবো কিন্তু কৌতূহল যেন অভদ্রতার পর্যায়ে না পড়ে।💥

একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শেকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায়। একটু সচেতন প্রচেষ্টা চালালেই আপনার একটি সুন্দর কথা ঐ গাছটির মতো হতে পারে, শান্তি ও কল্যাণের বাহন হতে পারে।

-নাদিম হাসান
আমি হবো উদ্যোক্তা ডটকম
amihobouddokta.com
ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি তোমার লেখাটি ই-মেইল কর এই ঠিকানায়: safollobd@gmail.com

No comments:

Post a Comment