ভয়:
ভ্রূ-এর পেশি সঙ্কোচনের ফলে তার দৈর্ঘ্য দৃশ্যত হ্রাস পায়।
চোখের উপরের পাতা খুলে যায়, নীচের পাতা কুঁকড়ে যায়। ঠোঁটের দুই প্রান্ত বিস্ফারিত হয়।
আনন্দ:
ঠোঁটে কেলে যায় চকিত হাসির রেখা। মুখের এই অংশে প্রধান জাইগোম্যাটিক পেশি
ঠোঁটের দুই প্রান্তে টান ধরিয়ে উপর দিকে ঠেলে তোলে।
চোখের পাশের পেশি শক্ত হয়ে যাওয়ায় চামড়া কুঁচকে যায়। চোখের নীচের পাতা ফুলে ওঠে।
ঘুরে আসুন :
জেনে নিন পৃথিবীর নিচে আসলে কি আছে | মজার বিজ্ঞান : পর্ব - ২
ঘুরে আসুন :
অগুরুত্বপূর্ণ কিছু উক্তি বা উপদেশ
বিনয়:
হাসিতে খানিক কৃত্রিমতা লক্ষ্য করা যায়। তবে চোখের আশেপাশে কোনও পরিবর্তন হয় না।
ঠোঁটের প্রান্ত দু'টি পেশি সঙ্কোচনের ফলে উপর দিকে উঠবার চেষ্টা করে।
ভালোবাসা:
মনে প্রেমের ভাব উত্পন্ন হলে মুখে পরিতৃপ্তি স্পষ্ট হয়ে ওঠে।
ঠোঁটের দুই প্রান্ত শক্ত হয়ে উপরের দিকে উঠে যায়। নীচের ঠোঁট শক্ত হয়ে যায়। মাথা অল্প ঝুঁকে পড়ে।
ভ্রূ-এর পেশি সঙ্কোচনের ফলে তার দৈর্ঘ্য দৃশ্যত হ্রাস পায়।
চোখের উপরের পাতা খুলে যায়, নীচের পাতা কুঁকড়ে যায়। ঠোঁটের দুই প্রান্ত বিস্ফারিত হয়।
আনন্দ:
ঠোঁটে কেলে যায় চকিত হাসির রেখা। মুখের এই অংশে প্রধান জাইগোম্যাটিক পেশি
ঠোঁটের দুই প্রান্তে টান ধরিয়ে উপর দিকে ঠেলে তোলে।
চোখের পাশের পেশি শক্ত হয়ে যাওয়ায় চামড়া কুঁচকে যায়। চোখের নীচের পাতা ফুলে ওঠে।
ঘুরে আসুন :
জেনে নিন পৃথিবীর নিচে আসলে কি আছে | মজার বিজ্ঞান : পর্ব - ২
ফেইসবুক গ্রুপ :
ফেইসবুক গ্রুপ : বিজ্ঞানচিন্তা ও প্রযুক্তি জয়েন করুন এখানে ক্লিক করুন
ক্ষোভ:
এই ভাব হলে ভ্রু যুগল তুলনামূলক ভাবে গর্তে ঢুকে যায়।
পেশি শক্ত হয়ে গিয়ে চোখের নীচের পাতা এবং নাকের উপরিভাগ কুঁচকে যায়।
ফেইসবুক গ্রুপ : বিজ্ঞানচিন্তা ও প্রযুক্তি জয়েন করুন এখানে ক্লিক করুন
ঘুরে আসুন :
অগুরুত্বপূর্ণ কিছু উক্তি বা উপদেশ
লজ্জা:
লজ্জা পেলে মানুষ সরাসরি কারও চোখের দিকে তাকাতে পারে না।
দৃষ্টি নিম্নগামী হয়। নীচের ঠোঁট চেপে বসে। উপরের ঠোঁটও অনড় হয়ে পড়ে।
বিস্ময়:
অবাক হলে মানুষের ভ্রূ যুগল ধনুকের মতো বেঁকে যায়। ঠোঁট দু'টির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে।
ফ্লার্টিং:
এই অবস্থায় মুখে হাসি খেলে যাওয়ার পাশাপাশি মাথাও একদিকে কাত হয়ে যায়।
দৃষ্টি সামনে নিবদ্ধ থাকে। ঠোঁটের দুই প্রান্ত চওড়া হয়। হনু উঁচু হয়ে ওঠে।
ঘুরে আসুন : ম্যান্ডেলার ১০টি অমর বাণী!!
বিনয়:
হাসিতে খানিক কৃত্রিমতা লক্ষ্য করা যায়। তবে চোখের আশেপাশে কোনও পরিবর্তন হয় না।
ঠোঁটের প্রান্ত দু'টি পেশি সঙ্কোচনের ফলে উপর দিকে উঠবার চেষ্টা করে।
ভালোবাসা:
মনে প্রেমের ভাব উত্পন্ন হলে মুখে পরিতৃপ্তি স্পষ্ট হয়ে ওঠে।
ঠোঁটের দুই প্রান্ত শক্ত হয়ে উপরের দিকে উঠে যায়। নীচের ঠোঁট শক্ত হয়ে যায়। মাথা অল্প ঝুঁকে পড়ে।
ঘুরে আসুন : রূপকথার_গল্প- অত্যাচারী বাদশাহ
তথ্যসূত্রঃ গুগল, ইউটিউব
ফেসবুক পেইজ : নাদিম সায়েন্স ল্যাব
ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
আমাদের ব্লগ আপনার লেখা দিতে পাঠিয়ে দিন এই ইমেইল এ : safollobd@gmail.com
No comments:
Post a Comment