১. ‘শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সব সময় অসম্ভব মনে হয়’
২. ‘সুউচ্চ পাহাড়ে ওঠার পরই কেউ আবিষ্কার করে, এ রকম আরো অনেক পাহাড় রয়েছে, যাতে আরোহণ করা যায়’
ঘুরে আসুন :ফেইসবুক ছবিতে ট্যাগ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে
৩. ‘পতনের ভয়ে থাকার চেয়ে মিথ্যার মধ্যে থাকা বেশি গৌরবের মনে হয় কিন্তু উত্থানের সময় আমরা বারবার পড়ে যাই’
৪. ‘শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করতে চাইলে শত্রুর সঙ্গে কাজ করতে হবে’
৫. ‘শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা বিশ্বটাকে বদলে দিতে ব্যবহার করা যায়’
৬. ‘যখন একজন মানুষ তার বিশ্বাসমতো জীবনযাপন থেকে প্রত্যাখ্যাত হয়, তখন আইন অমান্য করা ছাড়া তার কোনো পথ থাকে না’
ঘুরে আসুন :নাদিম_সায়েন্স_ল্যাব
৭. ‘একটি চিন্তাশীল মাথা ও একটি ভালো হৃদয়ের দারুণ সমন্বয় হতে পারে। কিন্তু সেই সঙ্গে যখন একটি শিক্ষিত কণ্ঠ বা কলম যোগ করা হয় তখন তা হয় অসাধারণ সমন্বয়’
৮. ‘পেছন থেকে নেতৃত্ব দাও এবং অন্যদের ভাবতে দাও- তারা সামনে আছে’
ঘুরে আসুন :বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি ও ক্যারিয়ার নিয়ে প্রয়োজনীয় কিছু কথা --- ( নতুনদের জন্য )
৯. ‘সফলতা দিয়ে আমাকে বিচার করো না। আমি কতবার পরাস্ত হয়েছি এবং কতবার আবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো’
১০. ‘আমিই আমার হৃদয়ের রাজধানী’
Facebook page : click here
আমাদের ব্লগ এ লেখা পাঠাতে যোগাযোগ করুন : safollobd@gmail.com
আমাদের ব্লগ ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
No comments:
Post a Comment