সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Saturday, April 11, 2020

সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে


সন্ধ্যা ছয়টার পর বের হলেই ব্যবস্থা
দেশব্যাপী করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছু্টি বর্ধিতকরণ


০২। বর্ণিত ছুটি অন্যান্য সাধারণ ছুটির মতো বিবেচিত হবে না। ছুটিকালীন নিয়ে বর্ণিত নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে;

(ক) করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে;
(খ) অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো;
(গ) সন্ধ্যা ০৬:০০ ঘটিকার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
(ঘ) এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো;
(ঙ) বিভাগ/জেলা/ উপজেলা/ ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

০৩। জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার, কীটনাশক, জ্বালানী, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতাবহির্ভীত থাকবে। জরুরি প্রয়োজনে অফিসসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ও ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে। বিরাজমান পরিস্থিতির উন্নতি হলে মানুষের জীবন জীবিকার স্বার্থে রিক্সা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে।
০৪। জনগণের প্রয়োজন বিবেচনায় ছুঁটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।


নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ ও চাকরির প্রস্তুতি সংক্রান্ত নোটিফিকেশন পেতে আমাদের ফেইসবুক গ্রুপে যোগ দেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
https://www.facebook.com/groups/BDJobsinfo24/

No comments:

Post a Comment