যত্ন নিন চামড়ার জুতার - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Wednesday, May 6, 2020

যত্ন নিন চামড়ার জুতার


শখের চামড়ার জুতোটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে? দেখা যাক সমস্যার সমাধানে কী করা যায়

   => পালিশ করা: জুতা নিয়মিত পালিশ করা আবশ্যক। তবে কাজটি করার সময় মনে রাখতে হবে, সবসময় ক্রিম পালিশ ব্যবহার করতে হবে এবং জুতার রংয়ের সঙ্গে মিলিয়ে পালিশ ব্যবহার করতে হবে।


  => তাপমাত্রাঃ সাধারণ তাপমাত্রায় জুতা শুকাতে হবে। রোদে কিংবা হিটারে শুকালে চামড়া কুঁচকে যেতে পারে, নষ্ট হতে পারে রং।


  => ব্রাশের ব্যবহারঃ জুতা টেকসই রাখতে এবং এর চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালি পরিষ্কারের জন্য ব্রাশ ব্যবহার করতে পারেন। 

No comments:

Post a Comment