HSC_পরীক্ষার্থী_হলে_একটু_সময়_নিয়ে_পড়ো - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Friday, April 10, 2020

HSC_পরীক্ষার্থী_হলে_একটু_সময়_নিয়ে_পড়ো

#HSC_পরীক্ষার্থী_হলে_একটু_সময়_নিয়ে_পড়ো_

আসসালামুয়ালাইকুম
HSC পরীক্ষার্থী বন্ধুরা

আশাকরি ভালো আছো,কলেজের নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে, এখন HSC বোর্ড পরীক্ষার জন্য নিজের ভুলক্রুটি শুধরে নিয়ে পরিপূর্ণ প্রস্তুতির পালা,তাই আগামী চারমাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে নেয়া প্রতিটি পদক্ষেপ হওয়া চাই নিখুত, HSC পরীক্ষার ভালো ফলাফল তোমাদের ভবিষ্যত ভর্তি পরীক্ষার মন্ঞে একধাপ এগিয়ে রাখবে।

বেশিরভাগ শিক্ষার্থী এসময় কনফিউজড থাকে যে তার কি করা উচিত?? #রিভিশন_ক্লাস_ও_পরীক্ষা নাকি #শুধু_মডেল_টেস্ট_পরীক্ষা
একজন অগ্রজ হিসেবে তোমাদের এই সময় কিছু পরামর্শ দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করি যা তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে।



ঘুরে আসুন : যে ৫টি কারণে মিস হতে পারে বিশ্ববিদ্যালয়ের চান্স


#মডেল_টেস্ট_এবং_সলভ্_ক্লাস_যাদের_জন্য???
১.যাদের এইচএসসি সিলেবাস কমপক্ষে ৮০ শতাংশ আয়ত্তে আছে
২.বাসায় বসে রুটিন অনুসারে মডেল টেস্টের প্রস্তুতি নিবে
৩.আপাতত একাধিক প্রাইভেট পড়ার প্রয়োজনীয়তা নাই

#রিভিশন_ক্লাস_এবং_পরীক্ষা_যাদের_জন্য??
১.যাদের এখনো সিলেবাসের বেশিরভাগ বাকি আছে
২.যাদের সম্পূর্ণ সিলেবাস যথাযথভাবে কভার হয়নি
৩.সিলেবাস মোটামুটিভাবে শেষ তবে আত্মবিশ্বাসে ঘাটতি আছে
৪.যারা নিজের প্রস্তুতি ও বেসিক আরো নিখুত করতে চায়।

আশাকরি এই পোস্টের তথ্যগুলো তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের কি করা উচিত।

Join FB Group : https://www.facebook.com/groups/hscsuggestionsbatch/

No comments:

Post a Comment