যে ৫টি কারণে মিস হতে পারে বিশ্ববিদ্যালয়ের চান্স👉
তোমার এইচএসসি তে এ+ না থাকলে মিস হতে পারে বিশ্ববিদ্যালয়ের চান্স 💥
এইচএসসি পরীক্ষা শুরু, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। রেজাল্ট কেমন হবে, পারি সব এ+ তো আসবেই, সম্পূর্ণ বই ৬-৭ রিভিশন শেষ, এখন এমন চিন্তা ভাবনা করা যাবে না। এখন সময় নিয়ে চিন্তা করা উচিত না, প্রতিটি সেকেন্ডের জন্য যুদ্ধ করে নিজেকে ঝালিয়ে নাও এখনি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে।
১)সময়ের অবহেলা করা-
অনেকেই মনে মনে ভাবে দুর,সময় তো আছেই,আরও কয়েকটা মাস যাক,তারপর ইচ্ছামত পড়ে উলটে ফালামো ।দুঃখজনক হলেও এটাই সত্যি যে এদের পক্ষে আর চান্স পাওয়া হয়না।আজ পড়বো কাল পড়বো ঈদের পর,রোজার পর পড়বো এসব ভাবতে ভাবতেই দিন চলে যায়।পড়ার সময়টা আর হয়না।🤔
২)অনলাইনে বেশি আসক্তি-
আমি এ পর্যন্ত বহুত আলট্রা ট্যালেন্টেড পুলাপাইন দেখেছি।খুব কম পড়াশুনা করে ও ভালো যায়গায় চান্স পেতে দেখেছি।
কিন্তু সারাদিন অনলাইনে একটিভ থেকে ভালো কোথাও চান্স পেয়েছে এরকম উদাহরন আমার চোখে পড়েনি।তুমি যদি ভেবে থাকো যে সারাদিন ফেসবুকিং করে পরীক্ষার আগে পড়াশুনা করে ভার্সিটিতে চান্স পেয়ে যাবা তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো।🙄
৩)পড়াশুনাটাকে গুছাতে না পারা-
কত ভালো পোলাপান আসবে পরীক্ষা দিতে, আমি কি করবো না করবো, সবার সাথে পেরে উঠবো কি না, আমি তো সব অধ্যায় কমপ্লিট করি নাই। কোথায় কোথায় গ্যাপ আছে ফাইন্ড আউট করে যদি সমাধান করতে না পারে তাহলে জেনে রাখো এবার তুমি চান্স পাবানা।
৪)কোচিং করা বা না করা-
সত্যি কথা বলতে বিশ্ববিদ্যালয়ের কোচিং করাটা যেমন জরুরি না,আবার কোচিং করাটা ও একটা ভালো অপশন।
কেননা কোচিং না করলে তোমার পড়ার লাইনআপ টা ঠিক থাকবেনা।কয়েকদিন পড়ার পর অার পড়তে মন চাইবেনা।তাই আমি বলবো যাদের কোচিং করার মতো সামর্থ্য আছে তারা অবশ্যই কোচিং করো।
৫)হতাশায় ডুবে থাকা-
এটা অনেক বড় একটি কারন বটে।শুধুমাত্র হতাশা আর দুশ্চিন্তার জন্য ই অনেকেই বিশ্ববিদ্যালয়ের চান্স মিস করে।পরীক্ষার প্রশ্ন কেমন হবে না হবে, নেগেটিভ মার্কিং থাকবে, সময় কম থাকে, আবার পরীক্ষা সমন্বিত হবেনা গুচ্ছ হবে এসব আজাইরা চিন্তা না করে পড়া মন দাও।
মনে মনে শপথ করো তুমি চান্স না পেলে কেউ পাবেনা।
একবার ভাবোতো তুমি যদি চান্স মিস করো এই মুখ কিভাবে দেখাবে চান্স পাওয়া ছোটভাইবোনদের কাছে?
নিয়মিত নামাজ আদায় করি এবং মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি। টার্গেট করে দোয়া চাইবো, যাই অর্জন করতে চাই না কেনো। 🙂
সময় থাকতে কাজে লাগাও,এখন থেকে ভালো করে নিয়মিত পড়লে শুধু চান্স না,ফার্স্ট হওয়া ও পসিবল।🙂🙂
Join FB Group :https://www.facebook.com/groups/hscsuggestionsbatch/
FB Page : safollo
তোমার এইচএসসি তে এ+ না থাকলে মিস হতে পারে বিশ্ববিদ্যালয়ের চান্স 💥
এইচএসসি পরীক্ষা শুরু, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। রেজাল্ট কেমন হবে, পারি সব এ+ তো আসবেই, সম্পূর্ণ বই ৬-৭ রিভিশন শেষ, এখন এমন চিন্তা ভাবনা করা যাবে না। এখন সময় নিয়ে চিন্তা করা উচিত না, প্রতিটি সেকেন্ডের জন্য যুদ্ধ করে নিজেকে ঝালিয়ে নাও এখনি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে।
ঘুরে আসুন : ইংরেজিতে পাস ঠেকাই কে ? আসুন শুধুমাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজিতে ১০০% পাসের নিশ্চয়তা অর্জন করি (৬ষ্ঠ থেকে – ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে)
১)সময়ের অবহেলা করা-
অনেকেই মনে মনে ভাবে দুর,সময় তো আছেই,আরও কয়েকটা মাস যাক,তারপর ইচ্ছামত পড়ে উলটে ফালামো ।দুঃখজনক হলেও এটাই সত্যি যে এদের পক্ষে আর চান্স পাওয়া হয়না।আজ পড়বো কাল পড়বো ঈদের পর,রোজার পর পড়বো এসব ভাবতে ভাবতেই দিন চলে যায়।পড়ার সময়টা আর হয়না।🤔
২)অনলাইনে বেশি আসক্তি-
আমি এ পর্যন্ত বহুত আলট্রা ট্যালেন্টেড পুলাপাইন দেখেছি।খুব কম পড়াশুনা করে ও ভালো যায়গায় চান্স পেতে দেখেছি।
কিন্তু সারাদিন অনলাইনে একটিভ থেকে ভালো কোথাও চান্স পেয়েছে এরকম উদাহরন আমার চোখে পড়েনি।তুমি যদি ভেবে থাকো যে সারাদিন ফেসবুকিং করে পরীক্ষার আগে পড়াশুনা করে ভার্সিটিতে চান্স পেয়ে যাবা তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো।🙄
৩)পড়াশুনাটাকে গুছাতে না পারা-
কত ভালো পোলাপান আসবে পরীক্ষা দিতে, আমি কি করবো না করবো, সবার সাথে পেরে উঠবো কি না, আমি তো সব অধ্যায় কমপ্লিট করি নাই। কোথায় কোথায় গ্যাপ আছে ফাইন্ড আউট করে যদি সমাধান করতে না পারে তাহলে জেনে রাখো এবার তুমি চান্স পাবানা।
৪)কোচিং করা বা না করা-
সত্যি কথা বলতে বিশ্ববিদ্যালয়ের কোচিং করাটা যেমন জরুরি না,আবার কোচিং করাটা ও একটা ভালো অপশন।
কেননা কোচিং না করলে তোমার পড়ার লাইনআপ টা ঠিক থাকবেনা।কয়েকদিন পড়ার পর অার পড়তে মন চাইবেনা।তাই আমি বলবো যাদের কোচিং করার মতো সামর্থ্য আছে তারা অবশ্যই কোচিং করো।
ঘুরে আসুন : English-এক নজরে Right form of verb-এর ৪০টি নিয়ম ।
৫)হতাশায় ডুবে থাকা-
এটা অনেক বড় একটি কারন বটে।শুধুমাত্র হতাশা আর দুশ্চিন্তার জন্য ই অনেকেই বিশ্ববিদ্যালয়ের চান্স মিস করে।পরীক্ষার প্রশ্ন কেমন হবে না হবে, নেগেটিভ মার্কিং থাকবে, সময় কম থাকে, আবার পরীক্ষা সমন্বিত হবেনা গুচ্ছ হবে এসব আজাইরা চিন্তা না করে পড়া মন দাও।
মনে মনে শপথ করো তুমি চান্স না পেলে কেউ পাবেনা।
ঘুরে আসুন : পরীক্ষার জন্য মানসিক 🧠 প্রস্তুতি কীভাবে নেব?
একবার ভাবোতো তুমি যদি চান্স মিস করো এই মুখ কিভাবে দেখাবে চান্স পাওয়া ছোটভাইবোনদের কাছে?
নিয়মিত নামাজ আদায় করি এবং মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি। টার্গেট করে দোয়া চাইবো, যাই অর্জন করতে চাই না কেনো। 🙂
সময় থাকতে কাজে লাগাও,এখন থেকে ভালো করে নিয়মিত পড়লে শুধু চান্স না,ফার্স্ট হওয়া ও পসিবল।🙂🙂
Join FB Group :https://www.facebook.com/groups/hscsuggestionsbatch/
FB Page : safollo
No comments:
Post a Comment