পরীক্ষার জন্য মানসিক 🧠 প্রস্তুতি কীভাবে নেব? - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Friday, April 10, 2020

পরীক্ষার জন্য মানসিক 🧠 প্রস্তুতি কীভাবে নেব?

💥 পরীক্ষার জন্য মানসিক 🧠 প্রস্তুতি কীভাবে নেব? | Mental Preparation for Exams 🔥


১। পরীক্ষার হল থেকে বের হয়ে উত্তর মেলানোর কোনই দরকার নেই 💯!


ঘুরে আসুন : বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি ও ক্যারিয়ার নিয়ে প্রয়োজনীয় কিছু কথা --- ( নতুনদের জন্য )


২। মনে যতই খুঁতখুঁতে ভাব কাজ করুক না কেন, সমস্যা নেই! ভুল ঠিক করার সুযোগ থাকবে যদি শিক্ষককে আগে থেকে জানিয়ে রাখো ✋
৩। শুরুর দিকে একটা গতি 💥 আনতে পারলে আত্মবিশ্বাসটা পুরো পরীক্ষাব্যাপী থাকবে 😉
৪। খালি তুমি একা না! ভয় 🧠 সবার মনেই কাজ করে। কেও মনোবল ধরে রাখতে পারে 😃, কেও পারে না 😔
৫। পরীক্ষার হলে ঢোকার আগেই যেন সময়ের পরিকল্পনা ⏱️ করা থাকে
৬। পরীক্ষা অনুযায়ী তোমার একাধিক পরিকল্পনা যেন থাকে। একটা পরিকল্পনা কাজ না করলে যেন ব্যাকআপ প্ল্যান থাকে 📝


ঘুরে আসুন : যে ৫টি কারণে মিস হতে পারে বিশ্ববিদ্যালয়ের চান্স


৭। সব শেষে দরকার একটা ইতিবাচক মনোভাব 👌 আত্মবিশ্বাস যে তোমাকে কতদূরে নিয়ে যাবে 📈, তা তুমি কিন্তু ভাবতেও পারবে না 😀!

আশা করি এই কৌশলগুলি তোমাদের মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। সবার জন্য রইল শুভকামনা 😊

Join FB Group :   https://www.facebook.com/groups/hscsuggestionsbatch/

No comments:

Post a Comment