আসুন পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে পোস্টার এবং নোটিশ ( Poster & Notice ) লেখার নিয়ম শিখি । ডিগ্রী এবং অনার্স পড়ুয়া ছাত্রদের জন্য । - SIEC | Forward Thiking

Breaking

SIEC

Header ADS

Saturday, April 11, 2020

আসুন পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে পোস্টার এবং নোটিশ ( Poster & Notice ) লেখার নিয়ম শিখি । ডিগ্রী এবং অনার্স পড়ুয়া ছাত্রদের জন্য ।

 Poster & Notice
 ডিগ্রী এবং অনার্স পড়ুয়া ছাত্রদের জন্য 



আমরা প্রায়ই দেখতে পাই যে , ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে স্বল্প দক্ষতার জন্য Poster & Noticeসব গুলো মুখস্ত রাখা সম্ভব হয় না ।

ঘুরে আসুন : ইংরেজিতে পাস ঠেকাই কে ? আসুন শুধুমাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজিতে ১০০% পাসের নিশ্চয়তা অর্জন করি (৬ষ্ঠ থেকে – ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে)


আসলে ইংরেজি কোনো মুখস্তর বিষয় না । একে কিছু কৌশলের মাধ্যমে আয়ত্ত করতে হয় । আমি বরাবরই চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের সেই সব কৌশল শেখানো যায় । আর তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম Poster & Notice  লেখার কৌশল ।

facebook.com/enggnadimhasan
Nadim-Science-Lab


ঘুরে আসুন : English-এক নজরে Right form of verb-এর ৪০টি নিয়ম ।



Poster & Notice  লেখার কৌশলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কারো কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক আইডি নাদিম হাসান এ যোগাযোগ করতে পারেন ।


ঘুরে আসুন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-এইচএসসি


শিক্ষাবিষয়ক যে কোনো টিউন পেতে আমার ফেসবুক পেজ SIEC কোচিং সেন্টার এর সঙ্গে থাকুন ।    

No comments:

Post a Comment