ইংরেজী সাহিত্যের প্রধান ৮ টি যুগ
মনে রাখুন এভাবে: OMR N R0VI MP
বাংলায়: ওমর এন্ড রবি এমপি।
ঘুরে আসুন : পরীক্ষার জন্য মানসিক 🧠 প্রস্তুতি কীভাবে নেব?
O দিয়ে Old English period(450-1066).M দিয়ে Middle period(1066-1500).
R দিয়ে Renaissance period(1500-1660)
N দিয়ে Neoclassical period(1660-1798)
RO দিয়ে Romantic period(1798-1832)
VI দিয়ে Victorianperiod(1832-1901).
M দিয়ে Modern period(1901-1939).
P দিয়ে Post modern period(1939-)
.
এবার আসি এই প্রধান ৮ ভাগের প্রকারভেদে।
প্রথমত ওল্ড ইংলিশ পিরিয়ডের কোন প্রকার নেই।Old English যুগের ব্যাপ্তি (450-1066).
.
দ্বিতীয়:Middle period (1066-1500) ৩ প্রকার।
১.Anglo Norman age
২.The age of Chaucer
৩.Barren age
ঘুরে আসুন : বাসায় থেকে নিজেই চাকরীর আবেদন করুন মোবাইলে দিয়েই আবেদন করতে পারবেন
তো এটা সহজে মনে রাখার জন্য প্রথমেমনে রাখুন A=Anglo norman
B=Barren age
C=The age of Chaucer বা ABC.
এবার মনে রাখুন এই বাক্যটি,
"মিডলযুগের ইংরেজরা abc ধারাবাহিক ভাবে না পড়ে উল্টিয়ে ACB পড়তো"। এখন ACB দিয়ে মিলিয়ে নিন।
A দিয়ে Anglo Norman age(1066-1350).
C দিয়ে The age of Chaucer (1350-1400)
আর B দিয়ে Barren age(1400-1485).
তৃতীয়: Renaissance period(1500-1660). এই যুগের প্রস্তুতিটা ছিল ৫৮ বছর।অর্থাৎ
১৫০০-১৫৫৮ পর্যন্ত ছিল Preparation for the Renaissance.
এই যুগকে ৪ ভাগে ভাগ করা হয়েছে।
১.Elizabethan
২.Jacobean
৩.Caroline
৪.Commonwealth.
Renaissance অর্থ হলো নবজাগরণ বা নতুনভাবে জন্ম বা পুনর্জন্ম। সোজা কথায়
রেঁনেসা।অর্থাৎ renaissance থেকে রেঁনেসা।একটা গল্প বলি, আমার কাকু কয়েকবছর ধরে নিখোঁজ ছিল। আমরা ভেবেছিলাম, হয়তো তার মৃত্যু হয়েছে। একদিন হঠাৎ সে কোথা থেকে যেন হাজির হলো। আমি দেখে আনন্দে বললাম, "এলে যে কাকু" ।
ঘুরে আসুন : চল্লিশের আগে শুরু করুন, ত্রিশের আগে হলে আরও ভাল হয়!
যেহেতু এই যুগটা পুনর্জন্মের, তাই কাকুর পুনর্জন্মের সাথে এই উক্তিকে মনে রাখুন। এবার মিলিয়ে নিন।"এলে যে কাকু"
এবার যুগবিভাগ করুন।অর্থাৎ
এলে=Elizabethan(1558-1603)
যে=Jacobean(1603-1625)
কা= Caroline (1625-1649)
কু= Commonwealth(1649-1660)
.
চতুর্থ: Neoclassical যুগ। এর অর্থ হলো নব্য সনাতনী।
একটি শব্দ মনে রাখুন। RAJ.
আরো ভালো করে মনে রাখার জন্য এই বাক্যটি মুখস্থ রাখুন,
নব্য সনাতনীদের RAJ ছিল পোপ।
এখানে, R=Restoration (1660-1700)
A=Augustann age বা The age of pope
(1700-1745) [ fb/BDCareerGuide ]
J=The age of Jhonson বা the age of Sensibility
(1745-1798).
.
পঞ্চম: রোমান্টিক যুগের কবিরা একবারই প্রেম করতো।অর্থাৎ, এই যুগের কোন প্রকার নেই।শুধু একা।
.
ষষ্ঠ:Victorian
এই যুগ মনে রাখতে শুধু PA শব্দটি মনে রাখুন। আরো ক্লিয়ার হতে, "রাণী ভিক্টোরিয়ার PA ধরে সালাম করো।" বাক্যটি মনে রাখুন।
এখানে,P=Pre-Raphaelites যুগ(1848-1860)
A=Aestheticism and Decadence(1880-1901)
.
সপ্তম:Modern যুগ।
বাংলা,আরবিসহ অন্যান্য অনেক ভাষার আধুনিক যুগ এখনো চললেও ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ শেষ
হয়ে গেছে। এই যুগ দুই ভাগে বিভক্ত। EG বা এগ বা ডিম। শব্দটি মনে রাখুন।আধুনিক যুগের
ইংরেজরা EG বানানের একটা G কে ডিম বানিয়ে খেয়ে ফেলেছে।
এখন,E=Edwardian period(1901-1910)
G=Georgian period(1910-1936)
ঘুরে আসুন : চাকরী করা ছাড়াও প্রচুর আয় করবেন যেভাবে!
লিখেছেন : Robiul Islam . CU
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন-
click here
অথবা ফেসবুক পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন :
Click here
No comments:
Post a Comment