দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত আজকের সাধারণ জ্ঞান - (৫ মার্চ, ২০২০)
আজকের সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
====================================================
ঘুরে আসুন : ইংরেজিতে পাস ঠেকাই কে ? আসুন শুধুমাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজিতে ১০০% পাসের নিশ্চয়তা অর্জন করি (৬ষ্ঠ থেকে – ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে)
০১. এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) খাতের উন্নয়নে করণীয় হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কয় দফা নির্দেশনা দিয়েছেন?
উত্তরঃ পাঁচ দফা।
০২. এ পর্যন্ত দেশের বাইরে মোট কত জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন?
উত্তরঃ সাত জন।
## সর্বশেষ ইতালির মিলানে একজন বাংলাদেশি নাগরিক আক্রান্ত হয়েছেন।
০৩. ১৯৭১ সালে নিউইয়র্ক টাইমস এর কোন সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করেছেন?
উত্তরঃ সিডনি শনবার্গ।
০৪. ‘ডেটলাইন বাংলাদেশ : নাইন্টিন সেভেন্টিওয়ান’ অনুবাদ গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ মফিদুল হক।
০৫. বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কী?
উত্তরঃ নাছিমা বেগম।
০৬. ৯ দিনব্যাপী ‘অষ্টম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২০’ কবে শুরু হয়েছে?
উত্তরঃ ৪ মার্চ, ২০২০.
০৭. সম্প্রতি (৪ মার্চ, ২০২০) দেশের কত জনকে ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২০’ প্রদান করা হয়?
উত্তরঃ পাঁচ জন কে।
০৮. এ পর্যন্ত (৪ মার্চ, ২০২০) পদ্মা সেতু প্রকল্পের কত শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে?
উত্তরঃ ৮৫.৬৫ শতাংশ।
০৯. বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন ও পৃথক করার জন্য কোন ব্যক্তি কবে মামলা করেন?
উত্তরঃ মাসদার হোসেন; ১৯৯৯ সালে।
১০. সম্প্রতি দেশের কোথায় নতুন গ্যাসক্ষেত্র ‘শ্রীকাইল পূর্ব-১’ আবিষ্কৃত হয়েছে?
উত্তরঃ নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
## এর আগে ২০০৪ সালে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।
১১. তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থার নাম কী?
উত্তরঃ বাপেক্স।
১২. সম্প্রতি চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত দেশের ৬০তম বাণিজ্যিক ব্যাংক ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক’ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ মো. জসিম উদ্দিন।
## কার্যক্রম শুরু – জুন, ২০২০.
১৩. দক্ষিণ এশিয়ায় ঋণ খেলাপির হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম কোন দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর জানা যায়?
উত্তরঃ নেপাল।
০২. যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানীর নাম কী ?
উত্তরঃ ন্যাশভিল।
## সম্প্রতি এই অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে ২৫ জন নিহত হয়েছেন।
০৩. ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
উত্তরঃ যুক্তরাজ্য।
০৪. পাকিস্তানের সবচেয়ে বড় শহরের নাম কী?
উত্তরঃ করাচি।
০৫. ‘হেরাত’ প্রদেশ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আফগানিস্তান।
০৬. 'আনাদলু এজেন্সি’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম?
উত্তরঃ তুরস্ক।
০৭. ‘রেয়হালনি’ শরণার্থীশিবির কোন দেশে অবস্থিত?
উত্তরঃ তুরস্ক।
ঘুরে আসুন : English - ইংরেজি শব্দ মনে রাখার কৌশলঃ
০৮. ইউরোপীয় পার্লামেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাসেলস, বেলজিয়াম।
০৯. নিউজিল্যান্ডের ‘আল নুর মসজিদে’ কবে সন্ত্রাসী হামলা হয়েছে?
উত্তরঃ ১৫ মার্চ, ২০১৯.
## হামলাকারী – ব্রেনটন ট্যারান্ট।
## নিহত – ৫১ জন।
## সম্প্রীতি এই মসজিদে আবারও হামলার হুমকি দেওয়া এক তরুণকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ।
১০. ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বর্তমান স্পিকারের নাম কী?
উত্তরঃ ওম বিড়লা।
১১. জনস্বাস্থ্য ও অর্থনীতিতে করোনাভাইরাসের ঝুঁকি সামাল দিতে সম্প্রতি বিশ্বব্যাংক কী পরিমাণ অর্থের তহবিল গঠন করেছে?
উত্তরঃ ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।
১২. বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ ডেভিড মালপাস।
এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
১৩. যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তরঃ ফেডারেল রিজার্ভ ব্যাংক।
## বর্তমান চেয়ারম্যান – জেরোম পাওয়েল।
১৪. সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা ব্যবস্থা) ব্যবহারে বৈধতার অনুমোদন দিয়েছে?
উত্তরঃ ভারত।
## ভারতের কেন্দ্রীয় ব্যাংক – রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. মানুষ ও শিম্পাঞ্জি পরিবার ছাড়া তৃতীয় আর কোন প্রাণীগোষ্ঠী গণিত জানে?
উত্তরঃ টিয়া পাখি।
০২. ‘কিয়া’ নামক টিয়া পাখির প্রজাতিটি কোথায় বাস করে?
উত্তরঃ নিউজিল্যান্ড।
০৩. ‘সোয়ান সং’ শব্দের অর্থ কী?
উত্তরঃ একজন শিল্পীর পেশাজীবনের শেষ পরিবেশনা।
০৪. রোগীর শরীরের ভেতরের ত্রিমাত্রিক (3D) ছবি তৈরি করার যন্ত্রের নাম কী?
উত্তরঃ পজিট্রন এমিশন টমোগ্রাফ।
০৫. FPGA এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Field Programmable Gate Array.
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
৪ মার্চ, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে (৫৫তম দিন)
চীনে মৃত্যু – ২ হাজার ৯৮১ জন (চীনের বাইরে ২১৯ জন)।
চীনে আক্রান্ত – ৮০ হাজার ২৭০ জন (চীনের বাইরে ১২ হাজারের বেশি)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ৮১টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
ঘুরে আসুন : #তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-এইচএসসি
০১. বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?
উত্তরঃ তামিম ইকবালের (৭টি)।
০২. ‘উয়েফা নেশনস লিগ ২০২০-২১’ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ৩ সেপ্টেম্বর – ১৭ নভেম্বর, ২০২০.
## চূড়ান্ত পর্ব শুরু – জুন, ২০২১.
০৩. বর্তমান নেশনস লিগ চ্যাম্পিয়ন দলের নাম কী?
উত্তরঃ পর্তুগাল।
## বর্তমান ইউরো চ্যাম্পিয়ন – পর্তুগাল।
## বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন – ফ্রান্স।
সংগ্রহেঃ
join FB Group-Suggestions Batch
Jobs Info Click Here
No comments:
Post a Comment