আজকের সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
০১. দ্যা ইকোনমিস্ট প্রকাশিত 'The World in 2020'
তে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির দিক থেকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ তৃতীয়।
## দ্যা ইকোনমিস্ট এর মতে ২০২০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে - ৭.৭ শতাংশ।
০২. দেশের আলোচিত 'আবরার হত্যাকান্ড' কবে সংঘটিত হয়?
উত্তরঃ ৬ অক্টোবর, ২০১৯.
০৩. মুজিব বর্ষ উপলক্ষে 'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর' কর্মসূচির উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১২ মার্চ, ২০২০.
০৪. সংশোধিত 'স্বাধীনতা পুরস্কার-২০২০' কতজনকে প্রদান করা হবে?
উত্তরঃ ৮ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
## আগের প্রকাশিত তালিকা থেকে সাহিত্যে অবদানের জন্য রইজ উদ্দিন আহম্মদকে বাদ দেওয়া হয়েছে।
## দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার - স্বাধীনতা পুরস্কার।
০৫. দুর্নীতির ধারণা সূচক -২০১৯ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ১৬৬তম (১৮০টি দেশের মধ্যে)।
## বিশ্ব ঘুষ সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান - ১৮২তম (২০০টি দেশের মধ্যে)।
০৬. বাংলাদেশের আপিল বিভাগের বিচারপতিদের অবসরের বর্তমান বয়সসীমা কত?
উত্তরঃ ৬৭ বছর।
০৭. আয়তনের দিক দিক থেকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ৯৩তম।
## জনসংখ্যার দিক থেকে - অষ্টম।
## জিডিপির পরিমাণের দিক থেকে -৪১তম (এশিয়ায় ১৬তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)।
০৮. 'Bangladesh the Test Case for Development' বইটির লেখক কে?
উত্তরঃ জাস্ট ফাল্যান্ড, নরওয়ে এবং জে আর পারকিনসন।
## প্রকাশ - ১৯৭৬ সালে, লন্ডন থেকে।
০৯. বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংক প্রথমবারের মতো কবে রিপোর্ট প্রকাশ করে?
উত্তরঃ ২৫ সেপ্টেম্বর, ১৯৭২.
১০. 'পরার্থপরতার অর্থনীতি' বইটি কে লিখেছেন?
উত্তরঃ আকবর আলি খান।
#নানা সূচকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থানঃ
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে - ১০৫তম (১৪১টি দেশের মধ্যে)।
- 'গণমাধ্যমের স্বাধীনতা সূচক -২০১৮' - ১৪৬তম (১৮০টি দেশের মধ্যে)।
- 'আইনের শাসন সূচক -২০২০' - ১১৫তম (১২৮টি দেশের মধ্যে)।
- ক্রয়ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে - ৩১তম অর্থিনীতির দেশ।
- চাল উৎপাদনে - চতুর্থ।
- সব ধরনের খাদ্যশস্য উৎপাদনে - ১১তম।
- ফল উৎপাদনে - ২৮তম।
- আম উৎপাদনে - সপ্তম।
- চা উৎপাদনে - দশম।
- মৎস সম্পদ উৎপাদনে - অষ্টম।
- প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে - তৃতীয়।
- ইলিশ উৎপাদনে - প্রথম।
- ২০০৮-২০১৮ পর্যন্ত সময়ের মধ্যে রপ্তানি প্রবৃদ্ধিতে - দ্বিতীয় (প্রথম ভিয়েতনাম)।
- পোশাক রপ্তানিতে - দ্বিতীয় (এক যুগের বেশি সময় ধরে)।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. World Health Organization (WHO) কবে করোনাভাইরাস সংক্রমণ তথা কোভিড-১৯ কে 'বৈশ্বিক মহামারী' হিসেবে ঘোষণা করেছে?
উত্তরঃ ১১ মার্চ, ২০২০. (বাংলাদেশ সময় বুধবার রাতে)
০২. জাতিসংঘের বিভিন্ন খবর প্রকাশকারী অফিসিয়াল সংবাদমাধ্যমের নাম কী?
উত্তরঃ ইউএন নিউজ।
০৩. 'ব্লুমবার্গ' কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
০৪. জাতিসংঘের সমুদ্র পরিবহনবিষয়ক সংস্থার নাম কী?
উত্তরঃ International Maritime Organization (IMO).
## সদর দফতর - লন্ডন, যুক্তরাজ্য।
০৫. ভারতের রাজধানী দিল্লিতে দাঙ্গা সংঘটিত হয় কবে?
উত্তরঃ ২৪-২৬ ফেব্রুয়ারি, ২০২০.
০৬. 'তাজি বিমান ঘাঁটি' কোথায় অবস্থিত?
উত্তরঃ বাগদাদ, ইরাক।
০৭. ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ চার্লস মিশেল।
## ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট - উরসুলা ভন ডার লেন।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. 'হাইব্রিড রেজিম' কী?
উত্তরঃ স্বৈরতান্ত্রিক ও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি অবস্থান।
## যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Economist Intelligence Unit (EIU) এর মতে বাংলাদেশ এখন এই অবস্থানে আছে।
০২. 'মহামারি রোগ' কী?
উত্তরঃ একই সময়ে অনেক মানুষ এবং অনেক কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়া কোনও রোগ।
০৩. 'বৈশ্বিক মহামারি রোগ' কী?
উত্তরঃ একই সময়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া রোগ।
০৪. 'Sand in Wheels' তত্ত্ব কী?
উত্তরঃ একই সাথে উন্নয়ন এবং দুর্নীতির মাধ্যমে কোনও দেশের অগ্রসরতার ধারণা।
## বহির্বিশ্বে বাংলাদেশের বর্তমান উন্নয়ন পরিস্থিতি এই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে।
০৫. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে?
উত্তরঃ ২৭ দিন ৮ ঘণ্টা।
০৬. কম্পিউটার নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক কোনটি?
উত্তরঃ সার্ভার।
০৭. যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনও ধরনের তথ্য নেয় তাকে কী বলে?
উত্তরঃ ক্লায়েন্ট।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১২ মার্চ, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
চীনে মৃত্যু – ৩ হাজার ১৬৯ জন (চীনের বাইরে ১ হাজার ৪৩১ জন)।
চীনে আক্রান্ত – ৮০ হাজার ৭৯৩ জন (চীনের বাইরে ৪৭ হাজার ৭০ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ১১৮টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন কে?
উত্তরঃ মাহমুদুল্লাহ রিয়াদ (৮৭টি)।
০২. দাবা খেলার আন্তর্জাতিক সংস্থার নাম কী?
উত্তরঃ Fédération Internationale des Échecs (FIDE)।
## প্রতিষ্ঠিত - ২০ জুলাই, ১৯২৪.
## সদস্য - ১৮৯টি।
০৩. আইসিসি ওয়ানডেতে বর্তমান শীর্ষ অলরাউন্ডার কে?
উত্তরঃ মোহাম্মদ নবী, আফগানিস্তান। (টি-টোয়েন্টিতেও তিনি শীর্ষে)।
## ব্যাটিংয়ে শীর্ষে - বিরাট কোহলি, ভারত।
## বোলিংয়ে শীর্ষে - ট্রেন্ট বোল্ট, নিউজিল্যান্ড।
০৪. আইসিসি টি-টোয়েন্টিতে বর্তমান শীর্ষ ব্যাটসম্যান কে?
উত্তরঃ বাবর আজম, পাকিস্তান।
## বোলিংয়ে শীর্ষে - রশিদ খান, আফগানিস্তান।
#সেরা_উক্তি
“প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”।
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ।
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন
-click here
অথবা ফেসবুক পেজে লাইক দিন- click here
-click here
অথবা ফেসবুক পেজে লাইক দিন- click here
No comments:
Post a Comment